Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
4D Colour Doppler Ultrasonogram started at Nawabganj UHC
Details

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে 4D Colour Doppler Ultrasonogram করা শুরু হলো । এজন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সম্মানিত ও সুযোগ্য UHFPO মহোদয় জনাব  ডা: মো. শহীদুল ইসলাম স্যার।  


এজন্য সার্বিক ভাবে সহযোগিতার জন্য  উপজেলা হেল্থ কেয়ারের লাইন ডিরেক্টর মহোদয়,  সকল পিএম এবং ডিপিএম মহোদয়গণ কে এবং সর্বোপরি সার্বিকভাবে সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য ঢাকা জেলার সুযোগ্য ও সম্মানিত সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান স্যারকে  আন্তরিক ধন্যবাদ। 


উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার বাস্তবায়নে আমাদের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে। 


আমরা আশাবাদী যে, আমাদের একঝাঁক তরুণ  চিকিৎসকবৃন্দ এবং  কর্মকর্তা কর্মচারীবৃন্দের আন্তরিক সহযোগিতায় প্রান্তিক পর্যায়ে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বদা আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবো  ইনশাআল্লাহ।

Images
Attachments
Publish Date
28/02/2023
Archieve Date
28/02/2034