Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Observing National Mourning Day
Details

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ, ঢাকায় বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন এবং এতিম শিশুদের বিশেষ “মেডিকেল হেল্থ ক্যাম্প” এ মাননীয় প্রধান মন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব, সালমান ফজলুর রহমান এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন এবং ক্যাম্পের উদ্বোধন করেন। তিনি জাতীয় শোক দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং হাসপতালের চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের সেবার ভূয়সী প্রসংশা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঞ্চালিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, আহবায়ক, উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অফিসার্ ইনচার্জ, নবাবগঞ্জ থানা, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বীর মুক্তিযোদ্ধাগন, বাংলাদেশ আওয়ামীলীগ এর জননন্দিত প্রবীন নেতা জনাব আব্দুল বাতেন মিয়া সহ, সম্মানিত জনপ্রতিনিধীগন, বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিবৃন্দ্, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীগন এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ উপস্থিত থাকেন।

জাতীয় শোক দিবসে ২৮৯ জনের রক্তের সুগার পরীক্ষা, ১১ জনের ইসিজি, ১৭ জনের আল্ট্রাসনোগ্রাম, ১২ জনের এক্স-রে, ৩১২ জন রোগীর সেবা, ৫৫ জন রোগীর উন্নত খাবার সহ গত সাত দিনে প্রতিবন্ধী সেবা ১৬০জন, প্রসূতী সেবা ৩৮ জন ইত্যাদি প্রদান করা হয়। 

যথাযথ মর্জাদায় দিবসটি উৎযাপনে সংশ্লিষ্ট সকলকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান।

Images
Attachments
Publish Date
15/08/2022
Archieve Date
31/08/2033